আফগানিস্তানে আত্মঘাতি বোমায় ৩৩ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী জালালাবাদে একটি ব্যাংকের বাইরে শনিবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। ভিকটিমদের মধ্যে শিশুরাও আছে বলে জানা গেছে।
ওই এলাকার পুলিশ প্রধান জানিয়েছেন, ‘সরকারী কর্মকর্তা ও সেনাসদস্যরা বেতন সংগ্রহকালে এ ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি এ ঘটনাকে কাপুরুষোচিত ও জঘন্য সন্ত্রাসী কার্যক্রম বলে অভিহিত করেছেন