গৌরীপুরের পরম বৈষ্ণব অক্ষয় দাসের পরলোকগমন

ময়মনসিংহের গৌরীপুর উপজলার বাড়ীওয়ালা পাড়া নিবাসী পরম বৈষ্ণব শ্রী অক্ষয় চন্দ্র দাস (৯৫) বাধর্ক্যজনিত কারনে সোমবার (১৮ মে) দিনগত রাত ১১-৪০ মিনিটে নিজ বাড়ীতে পরলোকগমন করেছেন। প্রয়াতের অন্ত্যোষ্টিক্রিয়া ওইদিন রাতেই গৌরীপুর পৌর শ্বশানে সম্পন্ন করা হয়েছে। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব অক্ষয় দাস ম্তৃ্যুকালে ৫ ছেলে’ ২ মেয়ে’ ১৩ নাতি- নাতনি ও অসংখ্য কৃষ্ণভক্ত রেখে গেছেন।
তার মৃত্যুতে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর মন্দিরের সেবায়েত ও শ্রী শ্রী নরোত্তম সংঘের পরিচালক পরম বৈষ্ণব অভিরাম দাস অলক, শ্রী শ্রী নরোত্তম সংঘের সভাপতি সুবল সরকার, সাধারণ সম্পাদক সুজিত দেবনাথ, ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমরান মুন্সী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম খান, কালীখলা বাজার কালী মন্দিরের সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, কালিপুর বাগান বাড়ী পূজা মন্দিরের সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক বিজয় গোপাল নাগ, গৌরীপুর মহিলা কলেজের লাইব্রিয়ান কামাল হোসেন প্রয়াতের আত্মার শান্তি কামনা করে তার রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।