গৌরীপুরে মাওহা ইউনিয়নে মৎস্যজীবী লীগের কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মোঃ সুজন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন মিয়া নির্বাচিত হয়েছেন। সংগঠনের গৌরীপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ নজরুল ইসলাম ও সদস্য সচিব ওসমান গনি ২৭ মার্চ দু’বছর মেয়াদী এ কমিটি অনুমোদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম রবি, রানা আহাম্মেদ কদ্দুছ, বিল্লাল হোসেন, সদস্য মাহবুব আলম নাঈম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খান, প্রদীপ ভোমিক, আবুল হাসিম প্রমুখ।