গৌরীপুরে মাস্ক না পড়ায় ১৭ জনকে অর্থদন্ড

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুরে মাস্ক পরা নিশ্চিশ করতে (৩ এপ্রিল) শনিবার গৌরীপুর পৌরসভার বিভিন্ন এলাকাসহ বাসস্ট্যান্ড, উত্তরবাজার এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। এ অভিযানে ১৭ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদন্ড করে মোট ২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়। এতে সহযোগিতা করেন গৌরীপুর থানা পুলিশ।
অভিযান চলাকালে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় প্রশাসন জনসাধারণের মাঝে প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ১৭ জনকে ২ হাজার ২শ টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি বলেন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।