গৌরীপুরে যানজট নিরসনে ইউএনও’র মতবিনিময়

ময়মনসিংহের গৌরীপুরে যানজন নিরসন ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৭ আগস্ট) স্থানীয় বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মিয়া, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, বাস মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সিএনজি মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, শহিদুল ইসলাম, সিএনজি মালিক সমিতির নেতা নুরুজ্জামান নুরু, রফিক মিয়া, কামাল হোসেন, মিলন মিয়া, খোকন মিয়া প্রমুখ।