গৌরীপুরে সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম আর নেই

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম (৮৩) আর নেই। তিনি বার্ধক্য জনিত কারনে বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭ টায় শাহবাজপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মরহুম নুরুল ইসলাম গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেনের বাবা। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৬ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বিকেল ৩ টায় নিজ বাড়ির প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।