গৌরীপুর ডৌহাখলায় ২৫০ জনকে খাদ্যসামগ্রী দিলেন সামীউল আলম লিটন

করোনা সংকট মোকাবেলায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের ব্যক্তিগত উদ্যোগে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে ২৫০ জন দুস্থ নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত-৩ এর সাবেক সভাপতি রতন চন্দ্র সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আলী, ইউপি সদস্য আবুল কালাম, আকরাম হোসেন, নিতাই চন্দ্র, সাইফুল ইসলাম, কামাল হোসেন, মোঃ আলী।
এর আগে তিনি এ উপজেলার সিধলা, মইলাকান্দা ও ভাংনামারী ইউনিয়নে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।