জনসচেতনতা বাড়াতে গৌরীপুরে প্রশাসনের মাস্ক বিতরণ কর্মসূচী

করোনা কভিড-১৯ সংক্রামন রোধে ‘স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরি, করোনা বিস্তার রোধ করি’ এ স্লোগানকে সামন রেখে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহের জেলা প্রশাসনের আহবানে গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সবকটি ইউনিয়ন ও পৌর শহরে মাস্ক বিতরণ কর্মসুচি পালিত হয়।
উপজেলার বিভিন্ন স্পটে পৃথক-পৃথক ভাবে মাস্ক বিতরন কর্মসূচীতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্বল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) গফর গাঁও কাবেরী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, কাউন্সিল আঃ কাদির, ভূমি সহকারী দিপক কুমার বর্মন, সার্ভেয়ার আবু সাঈদ, নাজির মাহমুদুল করীম আকন্দ, গৌরীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শফিকুল ইসলাম শফিক, ভূমি উপ-সহকারী মোঃ বাবুল মিয়া ও অন্যান্য কর্মচারী বৃন্দ।