নান্দাইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৯

ময়মনসিংহের নান্দাইলে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ওই বিশেষ অভিযান চালায় নান্দাইল মডেল থানা-পুলিশ। নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারের পর এদিনই আসামিদের জেলে পাঠানো হয়েছে। দুই বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি শাহাব উদ্দিনের বাবার নাম আবুল কাশেম। তার বাড়ি আচারগাঁও গ্রামে।
এছাড়া ১০ মামলার পালাতক আসামি ইয়াবা ব্যবসায়ী পিন্টু নন্দীকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আর বাকিরা নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান ওসি।