ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার চাঁনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবক হলেন, মোফাখারুল ইসলাম শিবলু ( ৩৮)। এ সময় আহত যুবকের নাম ফয়সাল আহমেদ (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুরগামী মোটরসাইকেল ও ফুলপুরগামী মাহেন্দ্র যানের মুখোমুখি সংঘর্ষ হয় চাঁনপুর ব্রিজের টার্নিংপয়েন্টে। এতে ঘটনাস্থলেই হোসেনপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র শিবলু নিহত হন। তিনি ভালুকার এ্যানভয় কোম্পানিতে কর্মরত ছিলেন। ঈদে নিজস্ব মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব ৫/৬ কিলোমিটার।
জানা গেছে, আব্দুল মান্নানের দুই ছেলের মধ্যে একজন আগেই দুর্ঘটনায় মারা যান। অবশিষ্ট এই পুত্রটিও আজ না ফেরার দেশে চলে গেলেন। এ ঘটনায় পরিবারের সবাই শোকে পাথর হয়ে গেছেন।
শিবলুর মোটরসাইকেলে তার সহকর্মী ফয়সাল আহমেদ (৩৮) শ্বশুরবাড়ি বাঁশাটি আসছিলেন। দুর্ঘটনায় তিনিও গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার গাইলাড়ায়। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।