ময়মনসিংহে করোনায় আরো একজনের মৃত্যু, দুই ডাক্তারসহ শনাক্ত চার

করোনা শনাক্ত হওয়ার তেরদিন পর শুক্রবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার ছিলেন। জেলায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
এদিকে তথ্য গোপন করে চিকিৎসা নেয়ায় ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই ডাক্তারসহ চারজন, জামালপুরে একজন ও শেরপুরে এক ডাক্তারের করোনা পজিটিভ হয়েছে।