ময়মনসিংহে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (১৮ আগস্ট) সন্ধার পর থেকে সোমবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হল- সলিম হাসান, সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। আনোয়ার হোসেন নেত্রকাণার কেন্দুয়া উপজলার আব্দুল লতিফের ছেলে। রাসেল মিয়া তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ বলেন, গত ২৪ ঘন্টায় নতুন ২৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মারা গেছেন ৩ জন।
২৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ১০৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮৮৩ জন। বর্তমান মেডিকেলে চিকিৎসাধীন আছেন ১৭৪ জন।