ময়মনসিংহবুধবার , ১৯ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় আগামী দুই সপ্তাহ বাজার পর্যালোচনা করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। আগামী দুই সপ্তাহ পর্যন্ত বর্তমান বাজার মূল্যের চেয়ে প্রতি লিটারে তিন টাকা ছাড়ে সয়াবিন তেল বিক্রির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে ভোজ্যতেলের মূল্য নির্ধারণের কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বৈঠক। বুধবার (১৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দুই সপ্তাহ পরে ভোজ্যতেলের দাম প্রয়োজন হলে বাড়ানো হবে, কমানো দরকার হলে কমানো হবে। আপাতত বাজারে যে দাম রয়েছে, সেই মূল্যই বহাল থাকবে।

বৈঠক শেষে টিকে গ্রুপের পরিচালক মুহাম্মদ মোস্তফা হায়দার বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়ে যাওযায় ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেওয়া প্রতি লিটার ১৬০ টাকার বোতলজাত তেলের মূল্য বাড়ানোর আবেদন জানিয়েছিল। তবে সরকারি সিদ্ধান্ত ছাড়াই নভেম্বর থেকে প্রতি লিটার সয়াবিন ১৬৮ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তিন টাকা ছাড় দিয়ে আগামী দুই সপ্তাহ পর্যন্ত প্রতি লিটার বোতলজাত তেল ১৬৫ টাকায় বিক্রির কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই), বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি মানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, টিকে গ্রুপ, এস আলম গ্রুপসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

 

গৌরীপুর নিউজ/শ্রাবণ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com