ময়মনসিংহরবিবার , ১৮ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে রাস্তা পাকাকরণের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

রতন ভৌমিক
আগস্ট ১৮, ২০১৯ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্দমাক্ত রাস্তা পাকাকরণের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। উপজেলার কাশিগঞ্জ-মমরেজপুর রাস্তায় রোববার এলাকাবাসী নিরব প্রতিবাদস্বরুপ ধানের চারা লাগান। বর্তমানে বর্ষায় বৃষ্টির পানি জমে রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

মাত্র দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা এখন আশপাশের কয়েক গ্রামের শিক্ষার্থীদের স্কুল-মাদ্রাসায় যাওয়ার বড় অন্তরায়।

সরেজমিনে জানা যায়, রাজীবপুর ইউনিয়নের কাশীগঞ্জ থেকে মমরেজপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কি.মি. রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দেবস্থান, রাজীবপুর, ভট্টপুর, হাট ভোলসোমা ও বৃ-ঘাগড়াসহ পাঁচ গ্রামের মানুষের চলাচলের অন্যতম রাস্তা এটি। এ রাস্তা দিয়েই মমরেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনুছিয়া মাদ্রাসা ও হাসমতিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। সারাবছর কোনোরকমে চললেও বর্ষাকালে পানি জমে রাস্তাটি র্কদমাক্ত হয়ে পড়ে । ফলে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। শুধু তাই নয়, এই পাঁচ গ্রামের কৃষকদের উৎপাদিত সবজিসহ কৃষিপণ্য বাজারজাত করণের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। রাস্তাটির বেহাল দশার কারণে বর্ষাকালে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় ।

স্থানীয় আক্তার হোসেন ও উমর ফারুক জানান, রাস্তাটির দুরবস্থায় এলাকাবাসীর কষ্টের কথা স্থানীয় জনপ্রতিনিধিকে বার বার জানানোর পরও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই এলাকাবসীর দুর্ভোগ লাঘবে আমরা রাস্তাটি পাকাকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে রাজিবপুর ইউপি চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলামের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায় ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, রাস্তাটির ব্যাপারে খোঁজখবর নিয়ে এ অর্থবছরে সংস্কারের পদক্ষেপ নেয়া হবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com