ময়মনসিংহসোমবার , ৮ জুলাই ২০১৯

গফরগাঁওয়ে পাঁচ কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষ রোপন

উপজেলা প্রতিনিধি
জুলাই ৮, ২০১৯ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বন বিভাগের উদ্যোগে উপজেলার কান্দিপাড়া-গয়েশপুর সড়কের পাঁচ কিলোমিটার সড়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়।

ময়মনসিংহ জেলা বন বিভাগের উদ্যোগে সোমবার সকালে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- রেঞ্জ বন কর্মকর্তা আবু তাহের, দত্তের বাজার ইউপি চেয়ারম্যান রোকসানা আক্তার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বন কর্মকর্তা আবু তাহের বলেন, জেলা বন বিভাগের উদ্যোগে কান্দিপাড়া-গয়েশপুর সড়কের পাঁচ কিলোমিটার, উপজেলা পরিষদ চত্বর, খায়রুলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সরকারি হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ হাজার গাছের চারা রোপন করা হয়।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com