ময়মনসিংহরবিবার , ৯ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত-৮ ॥ পাল্টাপাল্টি অভিযোগ

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ৯, ২০১৮ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গৌরীপুরে মাওহা লক্ষীনগর গ্রামে আব্দুল মুন্নাফ ও আবুল হাসেন দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। ২৩ আগস্ট দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন আব্দুল মুন্নাফ (৫০) ও তার স্ত্রী আমেনা খাতুন (৪৫), ছেলে মোমেন মিয়া (১৭) এবং প্রতিপক্ষের আবুল হাসেন (৫৫) ও তার স্ত্রী মাকসুদা (৪৭), মেয়ে শারমিন, মেয়ে জামাই সাত্তার মিয়া ও বেয়াই আব্দুল মুন্নাফ। আহতদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত সংঘর্ষের ঘটনায় গৌরীপুর থানায় আবুল হাসেনের স্ত্রী মাকসুদা ও আব্দুল মুন্নাফের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। এক্ষেত্রে মাকসুদা বাদী হয়ে যে অভিযোগটি দায়ের করা হয়েছে তা এফআইআরভুক্ত হয়েছে (গৌরীপুর থানার মামলা নং-২১/২০২ তাং-২৪/০৮/১৮)। এদিকে আমেনা খাতুনের কোন অভিযোগ থানায় দায়ের করা হয়নি বলে জানিয়েছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান।
জানা গেছে উল্লেখিত গ্রামের মৃত নছর আলীর ছেলে আব্দুল মুন্নাফ ও মৃত কুদরত আলীর ছেলে আবুল হাসেনের সাথে জমি নিয়ে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিল। ঘটনারদিন দুপুর ১২ টার দিকে এ নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হলে উভয় পক্ষের ৮ জন আহত হন। আব্দুল মুন্নাফের স্ত্রী আমেনা খাতুন জানান হামলা চলাকালীন সময়ে তার বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ হামলায় গুরুতর আহত তিনি ও তার স্বামী আব্দুল মুন্নাফ, এসএসসি পরীক্ষার্থী ছেলে মোমেন মিয়া নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় গৌরীপুর থানায় ৬ সেপ্টেম্বর একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান। আমেনা খাতুন অভিযোগ করে বলেন উক্ত হামলায় উভয় পক্ষের লোকজন আহত হলেও একতরফা ভাবে শুধু তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি এঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com