ময়মনসিংহশুক্রবার , ১ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে পরিমাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা

আরিফ রববানী
অক্টোবর ১, ২০২১ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডিজেল, অকটেন, পেট্রোল পরিমাপে কম দিয়ে ভোক্তা ঠকানোর দায়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দুটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফিলিং স্টেশন দুটি হলো- ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে উপজেলার ডৌহাখলা ইউনিয়নে চরশ্রীরামপুর এলাকায় তাসনিম ফিলিং স্টেশন ও কলতাপাড়া এলাকায় সোয়াদ ফিলিং স্টেশন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উল্লেখিত দুটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে কারচুপির ঘটনা হাতনাতে ধরে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ উজ্জ্বল এ জরিমানা করেন। এসময় দুটি ফিলিং স্টেশনের পরিমাপ যন্ত্র ঠিক করে বিএসটিআইয়ের সনদ ও অনুমোদন সাপেক্ষে পুনরায় চালুর নির্দেশনা প্রদান করেন তিনি।

এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com