ময়মনসিংহমঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০

গৌরীপুরে প্রাইমারী স্কুলের মাঠে কাঁচা বাজার!

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৬, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসানো হয়েছে দৈনিক কাঁচাবাজার। প্রতিদিন সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত চলে এ বাজারে বেচাকেনা। এদিকে কাঁচাবাজারের বিভিন্ন ময়লা আবর্জনায় স্কুলের মাঠে স্তুপ জমতে শুরু করেছে। জানা গেছে ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের মৌখিক নির্দেশে এ স্কুল মাঠে এ কাঁচাবাজারটি বসানো হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, কাউরাট চক বাজারের দৈনিক কাঁচা বাজারটি এ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন মিয়ার মালিকানাধীন জায়গায় বসতো। স¤প্রতি ইউপি চেয়ারম্যান ব্যাক্তিগত আক্রোশে সেখান থেকে বাজারটি সরিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ সাংবাদিকদের জানান- স্কুল মাঠের পাশে দীর্ঘদিন ধরে কাঁচা বাজার পরিচালিত হয়ে আসছে। পাশ্ববর্তী ব্যক্তি মালিকানাধীন বাজারে জায়গা সংকটের কারনে অতিসম্প্রতি কিছু ব্যবসায়ী স্কুলের মাঠের পাশে বসে অস্থায়ীভাবে তাদের ব্যবসা পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, এ এলাকায় স্থায়ীভাবে একটি কাঁচা বাজার স্থাপনের জন্য জমি খোঁজা হচ্ছে।

গৌরীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু রায়হান জানান, স্কুল মাঠ থেকে কাঁচা বাজারটি সরিয়ে নিতে ইউপি চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন তিনি।

গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন খান সাংবাদিকদের জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোন অবস্থাতেই বাজার কিংবা কোন দোকানপাঠ বসার সুযোগ নেই। কাউরাট স্কুল মাঠে বাজার বসার ব্যাপারটি জানতে পেরেছি, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল হক সাংবাদিকদের জানান, স্কুল মাঠে বাজার বসার কোন সুযোগ নেই। বিষয়টি আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com