ময়মনসিংহবৃহস্পতিবার , ২০ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ২২ জুন সাড়ে ৫২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার
জুন ২০, ২০১৯ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম.টি (ইপিআই) রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) গোলাম মাওলা, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম.টি (ইপিআই) রফিকুল ইসলাম খান জানান, ২২ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গৌরীপুর উপজেলায় ৬-১১ মাস বয়সী ৬ হাজার ৪৬৫ জন ও ১২-৫৯ মাস বয়সী ৪৬ হাজার ১৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com