ময়মনসিংহমঙ্গলবার , ১৯ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ৯ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ওবায়দুর রহমান
মে ১৯, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান-পাট খোলা ও অপ্রয়োজনে ঘুরাঘুরি করায় ব্যবসায়ীসহ ৯ জনকে ৪২ হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা মঙ্গলবার (১৯ মে) দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সোমবার (১৮ই মে) সারাদিন উপজেলার বিভিন্ন বাজার ও পয়েন্টগুলোতে মাইকিং করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতিত অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ও অপ্রয়োজনে ঘুরাফেরা না করার অনুরোধ করে প্রচারণা চালায় উপজেলা প্রশাসন। কিন্তু এই নির্দেশনা অমান্য করে কিছু মুনাফালোভী ব্যবসায়ী দোকানপাট খোলা রেখে দেদারছে ব্যবসা বাণিজ্য করছে এবং অনেকেই অপ্রয়োজনে বাইরে ঘুরাফেরা করে।

পরে মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পৌর শহরের মধ্যবাজার, তাঁতকুড়া ও কলতাপাড়া বাজারে অভিযান চালিয়ে আজিজুল হককে ৫শ টাকা, রাজ্জাককে ৪ হাজার টাকা, বাবুলকে ৩ হাজার টাকা, সাগরকে ১ হাজার ৯শ টাকা, মিজানকে ২০ হাজার টাকা, আঃ হাকিমকে ২শ টাকা ও গৌরীপুর ইলেক্ট্রনিক্সকে ৭ হাজার টাকা, মাসুদকে ৫ হাজার টাকা, এরশাদুলকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com