ময়মনসিংহরবিবার , ৪ এপ্রিল ২০২১
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর থেকে প্রকাশিত সাহিত্য ‘পাতা’র সম্পাদক ফরহাদুজ্জামান আর নেই

আনোয়ার হোসেন শাহীন
এপ্রিল ৪, ২০২১ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা “পাতা” র সম্পাদক ও নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক
কে এম ফরহাদুজ্জামান এমরান (৬৮) আর নেই।
৩ এপ্রিল ( শনিবার) বিকাল ৪.৪০ মিনিটে গৌরীপুর উত্তর বাজার ” ‘হোসেন ভিলা’ উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাসহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পরদিন
মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে ও গাভীশিমুল নিজ গ্রামে ১১ টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়। পরে তাকে গাভীশিমুল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সংক্ষিপ্ত জীবনীঃ
এ কে এম ফরহাদুজ্জামান এমরান ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা গাভীশিমূল গ্রামে ১ আগস্ট ১৯৫৩ সালে জন্ম গ্রহন করেন। জন্ম স্থান সিলেটে হজরত শাহজালাল মাজার সংলগ্ন।
বাবা ফুট ইনিপেক্টর মরহুম গোলাম হোসেন, মা মরহুমা জাহানারা বেগম। প্রাথমিক শিক্ষা ময়মনসিংহের ভিক্টরিয়া মিশন স্কুল, মাধ্যমিক জিলা স্কুল ১৯৬৮ ইং । ডিগ্রী আনন্দ মোহন কলেজ ১৯৭৩ ইং । বাসা ৫০ কালিঝুলি ময়মনসিংহ। ১৯৮২ সালে বাঘমারা পাঠানবাড়ী রাশিদা খানমের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।একমাত্র মেয়ে ফারিয়া জামান ওমি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত।১৯৮২ সালে গৌরীপুর নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদেন। শিক্ষাকতার পাশাপাশি এ কে এম ফরহাদুজ্জামান এমরান ১৯৯২ সালে গল্প,কবিতা, প্রবন্ধসহ নিয়মিত বিভাগ নিয়ে মাসিক ” পাতা” নামে ম্যাগাজিন প্রকাশ করেন। পত্রিকাটি সপ্তম বছর পদার্পনের পর ১৯৯৮ সালে মাটি মানুষের কথা ‘পাতা’ স্থানীয় খবরাখবর নিয়ে ১২ পৃষ্ঠা ট্যাবলেট সাইজে পত্রিকা প্রকাশ করেছিলেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com