ময়মনসিংহবৃহস্পতিবার , ২০ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর পাবলিক হলে পশু-পাখির বিষ্ঠার ওপর বসতে হয় সাংবাদিকদের !

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ২০, ২০১৮ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পাবলিক হলে সাংবাদিকদের জন্য সংরক্ষিত আসনগুলোতে দীর্ঘদিন ধরে পশু-পাখির বিষ্ঠার স্তর জমে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা পরিস্কারে কোন উদ্যোগ নেই। তাই পশু-পাখির বিষ্ঠার ওপর বসে স্থানীয় সাংবাদিকদের উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। প্রায় দু’মাস পূর্বে সংরক্ষিত এ আসনগুলোতে পশু-পাখির বিষ্ঠার স্তর জমে থাকতে দেখে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবগত করেন। কিন্তু অদ্যবধি পর্যন্ত তা পরিস্কার করা হয়নি। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) উপজেলা পাবলিক হলে স্কাউটস’র ত্রি-বার্ষিক কাউন্সিলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে স্থানীয় সাংবাদিকগণ পূর্বের অবস্থা দেখতে পান। এতে তাদের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন জানান বর্তমান ইউএনও ফারহানা করিম গৌরীপুরে যোগদানের পর প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে দুর্নীতির নিউজ করায় সাংবাদিকদের সাথে বিভিন্ন অসৌজন্যমূলক আচরন করে যাচ্ছেন। এ কারনে অন্যান্যদের আসনগুলো পরিস্কার থাকলেও সাংবাদিকদের জন্য সংরক্ষিত আসনগুলো পরিস্কারের তিনি কোন উদ্যোগ গ্রহন করেননি। তিনি এক মতবিনিময় সভায় সাংবাদিকদের ইমোশনাল ও বিশ্বাস ঘাতক বলেও মন্তব্য করেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com