ময়মনসিংহমঙ্গলবার , ২১ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

চাল চোরদের কোন ক্ষমা নেই : কাদের

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২১, ২০২০ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

মহামারি করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় চাল চোরদের ক্ষমা নেই বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।’

ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট, তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি।’

করোনার এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com