ময়মনসিংহরবিবার , ২৬ জানুয়ারি ২০২০

চীনে পাঠানো হোক সরকারী কর্তাদের: আসিফ নজরুল

গৌরীপুর নিউজ
জানুয়ারি ২৬, ২০২০ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি চীনসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ পর্যন্ত ৬৬ জনের মৃত্যু ও ২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। আজ রবিবার (২৬ জানুয়ারি) এ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক ড. আসিফ নজরুল।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:

‘কোন একটা ছুতোয় বিদেশযাত্রার হিড়িক পড়ে সরকারী কর্তাদের মধ্যে। সেও জনগনের কোটি কোটি টাকা খরচ করে।
করোনা ভাইরাস আক্রান্ত চীনের উহান প্রদেশে শতাধিক বাংলাদেশের ছা্ত্রছাত্রী আছেন। এই ভয়াবহ ভাইরাস সংক্রমনের ঝুঁকি থেকে বাংলাদেশ আরো বিভিন্ন কারণে মুক্ত নয়।

আমারও তাই প্রস্তাব করোনা সংক্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে মন্ত্রী, সচিবসহ শতাধিক সরকারি কর্মকর্তাকে চীনের উহানে পাঠানো হোক। অবিলম্বে।’

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com