ময়মনসিংহশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

জানাজার নামাজে মোবাইল চোরের হানা!

উপজেলা প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জানাজার নামাজের মধ্যেই অন্তত ১০টি স্মার্টফোসহ ৪ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২অক্টোবর) উপজেলার নিশ্চিন্তপুর খেলার মাঠে জাফর ওয়াহিদুল ইসলামের (জাফর মৌলভী) জানাজার নামাজে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার জাফর মৌলভীর জানাজার নামাজে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটে। পূর্বপরিকল্পনা অনুযায়ী পকেটমার সিন্ডিকেটের সদস্যরা নামাজের বিভিন্ন কাতারে মুসল্লিদের সঙ্গে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেটে থাকা মোবাইল ফোনসহ টাকা চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে নিশ্চিন্তপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জোবায়ের বলেন, জানাজার নামাজ পড়তে আসা নেতৃবৃন্দের সঙ্গে ছবি তোলার পর মোবাইলটি পাঞ্জাবির পকেটে রেখে দিই। নামাজ শেষে দেখি পকেটে মোবাইলটি নেই। কখন যে পকেটমার চক্রের সদস্যরা ফোনটি চুরি করে নিয়ে গেল টেরই পেলাম না।

এছাড়াও জানাজার নামাজে আরও যাদের মোবাইল চুরি হয়েছে তারা হলেন, আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাখখারুল ইসলাম শিবলী, বাক্তা তালতলী গ্রামের আমিরুল ইসলাম, কালারচর গ্রামের হাফেজ হারুনুর রশীদ, নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ার হোসেন, ফয়সাল আহমেদ, আকাশ মিয়া, কাহালগাঁও গ্রামের হাবিবসহ অন্তত ১০ জনের।

হারুনুর রশীদ নামের এক ব্যক্তির পকেট থেকে ৪ হাজার টাকা চুরির খবরও পাওয়া গেছে।

চুরি হওয়ার কিছুক্ষণ পরই অপর একটি মোবাইল থেকে স্ব-স্ব নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে। দু’একজনের নম্বর খোলা পেলেও কল করলে অপর প্রান্ত থেকে কলটি কেটে দেয়। এরপর থেকে ফোনগুলো বন্ধ পাওয়া যায়।

মোবাইল ফিরে পেতে কয়েকজন থানায় সাধারণ ডায়রি করবেন বলে জানা গেছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com