ময়মনসিংহমঙ্গলবার , ৩ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

জ্বলছে দিল্লি: পুড়েছে মুসলিমদের ১২২ বাড়ি ও ৩২২ ব্যবসায়ী প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ৩, ২০২০ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জিকে (এনআরসি) ঘিরে গতকয়েক দিন ধরে উত্তপ্ত ভারতের দিল্লি। দিল্লিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর সাম্প্রদায়িক হামলায় ক্ষতির প্রাথমিক চিত্র প্রশাসনের তৈরি করা অন্তর্বর্তী রিপোর্টে উঠে এসেছে।

দিল্লির উত্তর-পূর্ব জেলার ওই রিপোর্টে বলা হয়, এখন পর্যন্ত সহিংসতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২২টি বাড়ি, ৩২২টি দোকান এবং ৩০১টি গাড়ি। সোমবার (২ মার্চ) প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, চূড়ান্ত রিপোর্টে এই সংখ্যা আরও বাড়তে পারে।

জানা যায়, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের অধীনে তৈরি ১৮টি দলের পেশ করা তথ্যের ভিত্তিতেই ওই অন্তর্বর্তী রিপোর্ট তৈরি করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে এই দলগুলো উত্তর-পূর্ব দিল্লির সহিংসতা বিধ্বস্ত এলাকাগুলোতে ‘ড্যামেজ অ্যাসেসমেন্ট সার্ভে’ চালিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই সহিংসতার বলি হয়েছেন ৪৭ জন। আহত হয়েছেন ৩৫০ জনের বেশি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com