ময়মনসিংহরবিবার , ১৫ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

তালেবানের পুনঃদখলে আফগানিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর গত দুই মাসে একের পর এক এলাকার দখল নিচ্ছে তালেবান। ইতোমধ্যে দেশটির অধিকাংশ এলাকার দখল নিয়েছে তালেবানরা। এখন তারা রাজধানী কাবুলও প্রায় দখল করে নিয়েছে।
ইতোমধ্যে আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম এবং কুন্দুজ ক্রিকেট স্টেডিয়াম তালেবানদের দখলে চলে গেছে। ফলে দেশটির আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অনেকটা অনিশ্চিত হয়ে গেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাত্র ২ মাস বাকি। তার আগে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চালু হওয়ার কথা ছিল। কিন্তু তালেবান আগ্রাসনে বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। জাতীয় দলের বড় সংখ্যক ক্রিকেটার আফগানিস্তানেই অবস্থান করছেন। আর রশিদ খান, মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবি আইপিএল খেলার জন্য দেশের বাইরে।
দেশের অস্থির অবস্থা দেখে দুদিন আগেই ক্রিকেটার রশিদ খান সোশ্যাল মিডিয়ায় বিশ্ব নেতাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। অলরাউন্ডার মোহম্মদ নবিও টুইট করেন দেশের এমন পরিস্থিতি নিয়ে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com