ময়মনসিংহমঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে নারী সমবায় সমিতির সুবিধাভোগী সদস্যদের প্রকল্প ঋণের চেক বিতরণ

আরিফ রববানী
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত নারী সমবায় সমিতির সুবিধাভোগী সদস্যদের প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ই সেপ্টেম্বর) সকাল ১১টায় ত্রিশালের ৩নং কাঁঠাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রকল্প ঋণের চেক বিতরণ করেন বিভাগীয় কমিশনার  মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার  মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেন, জননেত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের নারীদের উন্নয়নে আর্থিক সহায়তা দিয়ে সাবলম্বী করেছেন। নারীর ক্ষমতায়নের সাথে সাথে সুবিধাবঞ্চিত নারীদের বিভিন্ন সুবিধা দিয়ে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সুবিধাভোগী নারী সদস্যদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার  বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের কল্যাণে ব্যাপক কাজ করেছেন সেজন্য তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া প্রত্যাশা  করেন। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার দেওয়া সুদমুক্ত ঋণ নিয়ে গাভী ক্রয় করে ভালভাবে পরিচর্যা করবেন। প্রয়োজনে আমি আপনাদের বাড়িতে যেয়ে গাভী পালন পরিদর্শন করবো।
এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক  মোহাম্মদ এনামুল হক,উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা। এসময় সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এসিল্যান্ড তরিকুল ইসলাম তুষার, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সমবায় সমিতির সুবিধাভোগী  ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন ও কানিহারী  ইউনিয়নের ৫০জন সদস্যের মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকা করে মোট ৬০ লক্ষ টাকার প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com