ময়মনসিংহবুধবার , ৮ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় দু”পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৭

সাব‌রিনা জান্নাত সূচনা
এপ্রিল ৮, ২০২০ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের তাহিরপুর গ্রামে ধানের খলা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে প্রণব দত্ত (৩০) নামের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ বুধবার ৮এপ্রিল সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের তাহিরপুর গ্রামের বাসিন্দা কৃষক হরিপদ দত্তের ছেলে প্রণব দত্ত (৩০) আজ বুধবার সকাল ১০টার দিকে তাহিরপুর গ্রামের উত্তরপাশের সরকারি জায়গায় ধান মাড়াই ঝাড়াই ও ধান শুকানোর খলা নির্মাণ করার জন্য কোদাল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় সেখানে উপস্থিত হন ওই গ্রামের বলরাম সরকারের ছেলে জীবন সরকার (২২)। দুজনার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে প্রাণধন দত্ত (২৫),প্রণব দত্ত (৩০),মনিরাম দত্ত (২২),হরিপদ দত্ত (৬০),সুমিতা রানী দত্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু প্রণব দত্তের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আজ দুপুরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com