ময়মনসিংহসোমবার , ৮ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে অর্থ আত্মসাৎ মামলায় বিমা কর্মকর্তা কারাগারে

জেলা প্রতিনিধি
জুলাই ৮, ২০১৯ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে অর্থ আত্মসাতের মামলায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির বরখাস্তকৃত নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুলাই) বিকেলে অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মুহাম্মদ আব্দুল হাই এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের অক্টোবরে প্রতিষ্ঠানের ৮ লক্ষাধিক টাকা আত্মসাত করার অভিযোগ ওঠে কোম্পানিটির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। পরে এ অভিযোগে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর তাকে নির্বাহী পরিচালকের পদ থেকেও বরখাস্ত করে প্রতিষ্ঠানটি।

পরে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার বাদী প্রতিষ্ঠানের উপ-পকল্প পরিচালক রাশেদুল হক জানান, দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে ওই আসামির বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা রয়েছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com