ময়মনসিংহরবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ওজনে কম দেওয়ায় সওদাগর ফিলিং স্টেশনকে ১লক্ষ টাকা জরিমানা

আরিফ রববানী
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

পেট্রোল কম দেওয়ায় ময়মনডিংহের একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ফিলিং স্টেশনটি হলো— ঢাকা ময়মনসিংহ সড়কের বাইপাস এলাকার সওদাগর ফিলিং স্টেশন।এসময়  ওজনে পরিমানে কম ডিজেল,পেট্রোল, অকটেন বিক্রয় করার অপরাধে “ওজন ও পরিমান মানদণ্ড আইন, ২০১৮” অনুসারে ১,০০,০০০/- জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বাধীন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ উজ্জ্বল।
রবিবার (২৬সেপ্টেম্বর) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন তিনি। সেই সঙ্গে পাম্প দুটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ  দেন।
ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ উজ্জ্বল বলেন, জেলা প্রশাসক এনামুল হক এর নির্দেশনা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে পরিমাপে কম দিয়ে ভোক্তাদের ঠকানো হচ্ছে মর্মে কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন। এর মধ্যে ঢাকা ময়মনসিংহ সড়কের বাইপাস এলাকার সওদাগর ফিলিং স্টেশনটিতে ওজনে কম দেওয়ার বিষয়টি হাতে নাতে ধরা পড়ে। ভোক্তাদের ঠকানোর দায়ে ওই ফিলিং স্টেশনের মালিককে এক লাখ  টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি অভিযানকে সফল করতে সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com