ময়মনসিংহরবিবার , ২৫ আগস্ট ২০১৯

ময়মনসিংহে ডিকেআইবি’র কেন্দ্রিয় কমিটির সভাপতি আবুল কাসেমের কুশ পুত্তলিকা দাহ

আরিফ আহমেদ
আগস্ট ২৫, ২০১৯ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডিপ্লোমা কৃষিবিদ ইনিস্টিটিউট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এইচএম জামাল উদ্দিনকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক সাময়িক বহিষ্কারের প্রতিবাদে শনিবার (২৪ আগস্ট) বিকালে মালগুদামস্থ সংগঠনের কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। সাংগঠনিক গঠনতন্ত্র না মেনে কেন্দ্রীয় কমিটির সভাপতি অবৈধভাবে ময়মনসিংহ শাখায় বিপুল ভোটে নির্বাচিত সভাপতিকে সাময়িক বরখাস্থ করেছেন, এমনটাই দাবী করেন নেতৃবৃন্দের।
এ সময় বক্তারা অনিয়ম-দূর্নীতির অভিযোগে কেন্দ্রীয় কমিটির সভাপতি এটিএম আবুল কাসেমের পদত্যাগ দাবী করেন। তাঁরা আবুল কাসেমকে ময়মনসিংহে অবাঞ্চিত করে জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনিস্টিটিউটকে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করেন। উপস্থিত শত শত ডিপ্লোমা কৃষিবিদ এসময় সহমত পোষন করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দেন। সমাবেশ শেষে কেন্দ্রীয় কমিটির সভাপতি এটিএম আবুল কাসেমের কুশপুত্তলিকা দাহ করেন উত্তেজিত ডিপ্লোমা কৃষিবিদরা। এ ছাড়াও পূর্বে নির্বাচিত জেলা কমিটির কয়েকজন সদস্যকে বহিষ্কার করে উক্ত কমিটি নতুন ভাবে পূনর্গঠিত করা হয়।
বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ডিপ্লোমা কৃষিবিদ ইনিস্টিটিউট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল করিম, গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ত্রিশাল শাখার সভাপতি আবুল মনসুর, ভালুকা শাাখার সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুল্লাহ বাহার, মুক্তাগাছা শাখার সভাপতি লুৎফর রহমান প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন- ডিপ্লোমা কৃষিবিদ ইনিস্টিটিউট, হালুয়াঘাট শাখার সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com