ময়মনসিংহসোমবার , ১৫ এপ্রিল ২০১৯

ময়মনসিংহে শিক্ষকদের জন্য ডিজিটাল হাজিরা পদ্ধতি

গৌরীপুর নিউজ
এপ্রিল ১৫, ২০১৯ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেছে শিক্ষা বিভাগ। ইতিমধ্যে জেলার ত্রিশাল উপজেলার প্রতিটি স্কুলে চালু করা হয়েছে ডিজিটাল হাজিরা পদ্ধতি। এর ফলে ক্লাস শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই স্কুলে উপস্থিত হতে হচ্ছে শিক্ষকদের।

শিক্ষার্থী-অভিভাবকদের অভিযোগ, ময়মনসিংহের বিদ্যালয়গুলোতে কিছু শিক্ষক প্রায়ই অনুপস্থিত থাকেন। এসব শিক্ষক অনুপস্থিত থাকার পাশাপাশি সময়মত স্কুলেও হাজির থাকেন না। কিন্তু পরবর্তীতে হাজিরা খাতায় তাদের স্বাক্ষর ঠিকই পাওয়া যায়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের শতভাগ হাজিরা নিশ্চিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রতিটি স্কুলে চালু করা হয়েছে ডিজিটাল হাজিরা পদ্ধতি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, শিক্ষার গুনগতমান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ হাজিরা পদ্ধতি।

শিক্ষা কর্মকর্তা বলেন, এ পদ্ধতিতে সকালেই স্কুলের শিক্ষকদের উপস্থিতির তথ্য এসএমএস এর মাধ্যমে মোবাইলে চলে আসছে। ফলে, মনিটরিং করে ব্যবস্থা নেয়া যাচ্ছে সহজেই।

এ পদ্ধতি চলতি মাসেই জেলার সব স্কুলে নিশ্চিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com