ময়মনসিংহবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সেই নারী চিকিৎসক করোনায় আক্রান্ত না

জেলা প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২০ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ শহরের চরপাড়া নয়াপাড়া এলাকার সেই নারী চিকিৎসক করোনায় আক্রান্ত নন। চিকিৎসকেরা তাঁকে আইসোলেশন ইউনিট থেকে বাসায় গিয়ে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব কর্তৃপক্ষ বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এই চিকিৎসক ও তাঁর স্বামীর পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে। এতে তাঁদের কারোরই শরীরে করোনা শনাক্ত হয়নি।

বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক হোসেন আহাম্মদ গোলন্দাজ বলেন, একবার করোনায় শনাক্ত হওয়ার পর সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসাটা কঠিন। তারপরও সবার দোয়ায় তিনি (চিকিৎসক) সুস্থ হয়ে গেলেন, এটা নিঃসন্দেহে অনেক আনন্দের।

প্রথমে শনিবার (১১ এপ্রিল) এই নারী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন রিপোর্টে তাঁর করোনা শনাক্ত হয়। সেদিন বিকেলেই তাঁকে এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল। পরে দ্বিতীয় দফায় চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার (১৫ এপ্রিল) পাওয়া ফলাফলে তাঁর করোনা ধরা পড়েনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান জানান, এই চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময় এক করোনা রোগীকে চিকিৎসা দিয়েছিলেন। তারপর তিনি ময়মনসিংহে স্বামীর বাসায় এসে কোয়ারেন্টিনে ছিলেন। পরে তিনি করোনা পজিটিভ হলে তাঁকে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছিল এবং নয়াপাড়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছিল।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com