ময়মনসিংহবৃহস্পতিবার , ১ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিভাগে আরও ২৮০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

জেলা প্রতিনিধি
জুলাই ১, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৩৪। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে আজ বৃহস্পতিবার করোনার এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় মোট ৪৪৩ জনের নমুনা পরীক্ষায় আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুর জেলায় ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৫৫, শেরপুরে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৬৭ ও নেত্রকোনায় ৭২ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগের শেরপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।

করোনায় সংক্রমিত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ জন।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আজ থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। এই লকডাউন বাস্তবায়ন করতে আজ সকাল থেকে ময়মনসিংহ বিভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com