ময়মনসিংহবৃহস্পতিবার , ৩ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-৩ আসনে জামানত হারালেন ৪ প্রার্থী

গৌরীপুর নিউজ
জানুয়ারি ৩, ২০১৯ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের ৪ প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী আয়ূব আলী হাতপাখা প্রতীকে প্রাপ্ত ভোট ১৮শ ৪২, জাকের পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ গোলাপ ফুল প্রতীকে প্রাপ্ত ভোট ১৪শ ১৫, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হারুন আল বারী কাস্তে প্রতীকে প্রাপ্ত ভোট ৫৩৮ ও তরিকত ফেডারেশনের প্রার্থী প্রাণেশ পন্ডিত ফুলের মালা প্রতীকে প্রাপ্ত ভোট ৩০৫। উল্লেখ্য এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মধ্যে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ নৌকা প্রতীকে ১ লক্ষ ৫৯ হাজার ৩শ ভোট নির্বাচিত হয়েছেন। এদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২৪ হাজার ৫১৯ ভোট।
ময়মনসিংহ-৩ আসনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেন জানান, এ আসনের ৮৮টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৪ হাজার ৫৯৫ জন। তারমধ্যে মোট কাস্টিং ভোটের সংখ্যা ছিল ১ লক্ষ ৯০ হাজার ২২৭ ভোট ও বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৩০৮। উল্লেখিত চার প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাঁরা জামানত হারিয়েছেন বলে জানান তিনি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com