ময়মনসিংহমঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-৩ আসনে নৌকার পক্ষে মাঠে দলীয় মনোনয়ন বঞ্চিতরা

গৌরীপুর নিউজ
ডিসেম্বর ১১, ২০১৮ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপিকে পুনরায় বিজয়ী করতে মাঠে নেমেছেন এ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিতরা। মান অভিমান ও নিজেদের মধ্যে ভেদা-ভেদ ভুলে তাঁরা মাঠে নৌকার প্রচারনায় অংশ নিয়েছেন। তাঁদের সাথে মাঠে কাজ করছেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, এ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৬ জন। তাঁদের মাঝে দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়ন পান প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তাঁকে মনোনয়ন দেয়ার পর এ আসনে নির্বাচনী মাঠে কয়েকদিন নিরবতা দেখা দিলেও পরবর্তীতে সরব হয়ে ওঠে। এ আসনটি আওয়ামীলীগের দখলে রাখতে পুনরায় নৌকাকে বিজয়ী করতে নিজেদের মাঝে সকল ভেদা-ভেদ ভুলে একট্রা হয়ে মাঠে নেমেছেন দলের নেতা-কর্মীরা। ইতোমধ্যে মাঠে নেমেছেন দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম মুহম্মদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, গৌরীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভী, আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি ও কেন্দ্রিয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি। মনোনয়ন বঞ্চিত অপর নেতৃবৃন্দরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে এ উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে প্রতিদিন চলছে বিশেষ কর্মীসভা। এছাড়া আ.লীগের ইউনিয়ন কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ বর্ধিত সভা। এ আসনে নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোটরদের সাথে গনসংযোগ। এছাড়া পোস্টার, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ গানে গানে চলছে নৌকার প্রচারনা।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com