ময়মনসিংহশনিবার , ৭ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

আনোয়ার হোসেন শাহীন
ডিসেম্বর ৭, ২০১৯ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা খাদ্য গুডাউনে আমন ধান বিক্রয়ের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।

এ উপলক্ষে ৫ ডিসেম্বর স্থানীয় পাবলিক হলে লটারীর মাধ্যমে কৃষক নিবার্চনের অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ,সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহমেদ প্রমূখ।

লটারীতে গৌরীপুর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৬ হাজার ৬ শত ৫৫ জন কৃষক অংশ গ্রহন করেন। এতে ২ হাজার ১ শত ৩৫ জন কৃষক নির্বাচিত হন। নির্বাচিত কৃষকগণ সরকার নির্ধারিত ১০৪০ টাকা মন দরে জনপ্রতি সর্বনিম্ন ১২০ কেজি ও সর্বোচ্চ ১ মেঃ টন ধান বিক্রি করতে পারবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com