ময়মনসিংহমঙ্গলবার , ২১ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ৭ জনের করোনা পজিটিভ, সিভিল সার্জন কার্যালয় লকডাউন

জেলা প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২০ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুরে নতুন করে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৪ জন শনাক্ত হলো। এর মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ ঘটনায় শেরপুরের সিভিল সার্জন কার্যালয় লকডাউন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (২০ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, নতুন শনাক্ত হওয়া সাতজনের মধ্যে ৩ জনই সিভিল সার্জন কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারী, দুইজন ঝিনাইগাতী থানার স্টাফসহ একজন বৃদ্ধা, একজন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তাদেরকে রাতেই আইসোলেশন ইউনিটে রাখার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের চারজন কর্মচারী করোনা শনাক্ত হওয়ায় সিভিল সার্জন কার্যালয় লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, করোনা শনাক্ত হওয়া শেরপুরের প্রথম দুই রোগী ও শিশুসহ পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com