ময়মনসিংহমঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর সদরে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী জয়ী

জেলা প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০১৯ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৪০টি কেন্দ্রের ফলাফলে রফিকুল ইসলামের প্রাপ্ত ভোট ৮২ হাজার ৯২৭। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৫১ হাজার ২১৭ ভোট।

এছাড়া লাঙল প্রতীকের মো. ইলিয়াছ উদ্দিন ৭ হাজার ১৫৬ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকে মিনহাজ উদ্দিন মিনাল ১৬ হাজার ১০৩ ভোট এবং আনারস প্রতীকে বায়েযিদ হাসান ৬ হাজার ৬৩০ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের আশরাফুল আলম মিজান। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৭১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের মো. মনোয়ারুল ইসলাম পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট।

অপর তিন প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের আল হেলাল পেয়েছেন ৩৩ হাজার ৮৪৭ ভোট, উড়োজাহাজ প্রতীকের মো. জুলহাস উদ্দিন ১০ হাজার ৬০ ভোট এবং মাইক প্রতীকের মোহাম্মদ মুসা মিয়া ১০ হাজার ৮৯২ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের সাবিহা জামান শাপলা। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের শামীম আরা বেগম পেয়েছেন ৫৭ হাজার ৮৩৬ ভোট।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com