ময়মনসিংহসোমবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সেই মোরগটি মারা গেছে

গৌরীপুর নিউজ
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
জবাই করার পরও মরেনি মাজারে মানত করা মোরগ। একবার নয়, দু’বার জবাই করার পরও মরেনি মোরগটি। পরে সে মোরগ দেয়া হলো স্থানীয় এক মাজারে। এ মোরগ দেখতে মাজারে ভিড় করছিল উৎসুক জনতা। এটাকে অলৌকিক ঘটনা ভেবে মাজারে নগদ টাকাও দিতে শুরু করেছিল অনেকেই। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রবিবার (২৪ ফেব্রুয়ারী) ভোরে মাজারে মোরগটির মত্যুর মধ্য দিয়ে প্রমাণ হয় এটা অলোকিক কোন ঘটনা নয়।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউপির মামুদনগর গ্রামে আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম জানান, পারিবারিক সমস্যা থেকে মুক্তি লাভের আশায় এ উপজেলার বোকাইনগর অবস্থিত নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে একটি মোরগ মানত করেছিলেন সদ্য প্রয়াত তার মা। সেই মানত করা মোরগ মাজারে না দিয়ে শুক্রবার সকালে জেঠাতো বোন ইতি ও ভাতিজি স্বপ্না দু’জনে মিলে দা দিয়ে জবাই করে। জবাই করার পর মোরগটি মরেনি, দাঁড়িয়ে থাকে। আবার জবাই করলে পুনরায় মোরগটি উঠে দাঁড়ায়। তাদের দাবি, দু’বার জবাইয়ের মাধ্যমে গলার চামড়া, শ্বাসনালী ও খাদ্যনালী কাটা হলেও মোরগটি মরেনি। পরে ওইদিন দুপুরে মোরগটিকে বোকাইনগর নয়াপাড়া এলাকায় আজম শাহ’র মাজারে রেখে আসেন তার বোন ইয়ামিন। এদিকে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় শত শত মানুষ মাজারে আসেন ওই মোরগটিকে দেখার জন্য। এটাকে অলৌকিক ঘটনা ভেবে অনেকেই নগদ টাকাও প্রদান করেছেন মাজারে। আজিম শাহ মাজারের খাদেম ছাইদুল ইসলাম ও সিরাজ পাগলা সাংবাদিকদের জানান, ওই মোরগটি মাজারে জন্য মানত করা হয়েছিল। তাই দু’বার জবাই করার পরও মোরগটি মরেনি। উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, ঘটনাটি শুনার পর তিনি স্থানীয় আজিম শাহ’র মাজারে গিয়েছিলেন মোরগটি দেখার জন্য। তিনি দেখেন মোরগটির শুধু গলার চামড়া ও খাদ্যনালী কাটা হয়েছে। শ্বাসনালী অক্ষত রয়েছে। এ কারণে মোরগটি এখনো বেঁচে রয়েছে। তবে মোরগটি বেশিক্ষণ সময় বেঁচে থাকবে না, এটা মারা যাবে। এটা অলোকিক কোনো ঘটনা নয়।
এদিকে স্থানীয় লোকজন জানান, মোরগটি প্রায় দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার ভোরে আজিম শাহ’র মাজারে মারা গেছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com