গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র এনায়েত উল্লাহ মানিকের মজুদ পুকুরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে প্রায় ১০লক্ষ টাকার মাছ নিধন করেছে।
এনায়েত উল্লাহ মানিক জানান, তার মৎস্য চাষের ৬টি পুকুরের মাধ্যে ৬০শতাংশের এ পুকুরটি মজুদ পুকুর। এই পুকুরে গুলশা মাছ প্রায় ১লক্ষ, শিং মাছ প্র
ইমেইলঃ news.gouripurnews@gmail.com