শফিকুল ইসলাম মিন্টু. গৌরীপুর (ময়মনসিংহ): বাঙালির অন্যতম বৃহত সামাজিক ও সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। ময়মনসিংহের গৌরীপুরে পহেলা বৈশাখ ১৪২২-এর বর্ষবরণ অনুষ্ঠানমালা নানা আয়োজনে সর্বস্তরের মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।
গৌরীপুরের সর্ববৃহত সামাজিক সংগঠন ‘বাংলা মঞ্চে’র উদ্যোগে সকল সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বঙ্গবন্ধু চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও অনসাম্বল থিয়েটারের পরিবেশনায় নাটক ‘কঞ্জুষ’ মঞ্চস্থ হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন(অব) মজিবুর রহমান ফকির এমপি। বক্তব্য রাখেন ‘বাংলা মঞ্চে’র আহ্বায়ক কবি হান্নান কল্লোল, প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ও গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম খায়রুল বাশার, বাংলা মঞ্চের সদস্য সচিব ইমন সরকার রূপম। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগহেণ করেন গৌরীপুর সংগীত নিকেতন, চাঁদের হাট, অগ্রদূত সংগীত নিকেতন, সরকার শুদ্ধ সংগীত বিদ্যালয়, আ্যামিউজ শিল্পী গোষ্ঠী, উদীচী শিল্পী গোষ্ঠী, সারেগামা সংগীত একাডেমী, ব্যা-দল ‘আহত’ এর শিল্পীবৃন্দ। বিভিন্ন উপকমিটির দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক আবুল ফজল আজাদ হীরা, সদস্য ওবায়দুর রহমান, গোপা দাস, শামীমা খানম মীনা, অর্থ বিষয়ক উপকমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য শচিন্দ্র চন্দ্র বিশ্বাস, নূরে আলম, মোঃ মামুন মিয়া, মঞ্চ ও আলোকসজ্জা উপকমিটি- নাজিম উদ্দিন আহাম্মদ রাতুল, সদস্য সুমন চন্দ্র সরকার, মাসুদ রানা, ইসরাত জাহান ঝুমি, প্রচার ও প্রকাশনা উপকমিটি- আলী আ,রাফ আবির, সদস্য সেলিম আল রাজ, মাহমুদুল হাসান রকি, মোঃ শহীদুল্লাহ, প্রিজম ফকির, শোভাযাত্র ও আল্পনা উপকমিটি- মাহমুদুল হাসান আকন্দ শুভ, সদস্য আনিকা আনজুম অর্ণি, আতিকা আনজুম অর্থি, সাবিনা আক্তার টুম্পা, আফরোজা সুলতানা।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাঙালি খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজন ছিলো।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com