ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০১৫

আজ প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীা শুরু গৌরীপুরে ২০টি কেন্দ্রে পরীক্ষার্থী ৮হাজার ২৫১

গৌরীপুর নিউজ
নভেম্বর ২১, ২০১৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

1428997665গৌরীপুর ব্যুারো: আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীা। গৌরীপুর উপজেলায় এবার ২০টি কেন্দ্রে ৮হাজার ২৫১ জন পরীক্ষা অংশ গ্রহন করবে। প্রশ্নপত্র ফাঁস রোধে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সারাদেশের মতো এ উপজেলাও আট সেট প্রশ্নপত্রে পরীা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ জানান, আজ (২২ নভেম্বর) থেকে এই প্রাথমিক সমাপনী পরীা শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হবে। উপজেলায় ২০টি কেন্দ্রে ৮হাজার ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিককে ৭ হাজার ৭৮৫ জনের মধ্যে বালক ৩ হাজার ৬৫৯ এবং বালিকা ৪ হাজার ১২৬ জন। আর ইবতেদায়ীর পরীক্ষার্থী ৪৩৬ জন। তিনি আরো জানান, প্রশ্নপত্র বিশেষ নিরাপত্তার সাথে থানা হেফাজতে রাখা হয়েছে। পরীার দিন সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে সংশ্লিষ্ট প্রশ্নপত্র উপজেলা থেকে কেন্দ্রে কেন্দ্র সচিবের নিকট পৌছে দেয়া হবে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com