ঢাকাশনিবার , ২৬ ডিসেম্বর ২০১৫

কেন্দ্র সুরক্ষা করুন সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে জনগন তৃপ্তি লাভ করবে ,ভালুকায় ড.ওসমান ফারুক

গৌরীপুর নিউজ
ডিসেম্বর ২৬, ২০১৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

20151221_115134মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ থেকে ঃ বিএনপি চেয়ারপাসর্নের উপদেষ্ঠা সাবেক মন্ত্রী ড.এম ওসমান ফারুক বলেছেন,ভোট কেন্দ্র সুরক্ষা করুন এ সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে জনগন তৃপ্তি লাভ করবে।তিনি বলেন,সরকারের যে চরিত্র তাতে ভোট কেন্দ্র দখলের বাসনা থাকতে পারে বলে আমরা আশংকা করছি।তিনি দলীয় নেতা-কর্মীদেরকে আচরনবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন রিটানিং অফিসারের কাছে সকল প্রকার অসঙ্গতি তুলে ধরবেন এবং সার্বক্ষনিক সমন্বয় করবেন।তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের উদ্যেশ্যে বলেন,নির্বাচনকে নিরপেক্ষ করা আপনাদের ঈমানী দায়িত্ব।আপনারা জনসেন্টিমেন্টের বাইরে যাবেন না।দেশের মঙ্গলের জন্য কাজ করুন কোন দলের হয়ে নয়।ধানের শীষের চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করার পরামর্শ দিয়ে বলেন যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন সুতরাং দল মনোনীত প্রার্থীর বাইরে কেউ থাকতে পারেনা।সারা দেশে দলের বিদ্রোহী প্রার্থীদের উদ্যেশ্যে উসমান ফারুক বলেন,বৃহত্তর স্বার্থে প্রার্থীতা প্রত্যাহার করে নেন দেশ ও দলের কাছে আপনারা প্রশংসিত হবেন।তিনি নেতা-কর্মীদের প্রতি হুসিয়ারী উচ্চারন করে বলেন,দলীয় সিদ্ধান্তের যারা থাকবে সে ক্ষেত্রে কেবল প্রার্থী নয় নেতা-কর্মীদেরকেও দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করে এ্যাকশান নেয়া হবে।তিনি সংঘবদ্ধ হয়ে নির্বাচনী ফলাফলকে নিজের ঘরে আনার পরামর্শ দিয়ে জাতির স্বার্থে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সরকারের পতনকে ত্বরান্বিত করতে বিএনপিসহ ২০দলীয় জোটের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।ড.ওসমান ফারুক সোমবার ভালুকায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারনা ও গনসংযোগের প্রক্কালে বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্যেশ্যে উপরোক্ত কথা বলেন।এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা শাখার সভাপতি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু,বিএনপি নির্বাহী সদস্য ত্রিশাল উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান লিটন,বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব হাতেম আলী খানসহ আবুল হাশেম,অধ্যাপক হাদিসুর রহমান খান,হাবিউল্লাহ চৌধুরী,রুহুল আমীন মাসুদ,আব্দুর রহিম,শহিদুল্লাহ মন্ডল,মীর্জা আবুল,ফরিদ সরকার,ধনু পাঠান,তারেকউল্লাহ চৌধুরী,বাশার বেপারী,আতিকুল ইসলাম,তাজমুল হক,মাসুদরানা,গোলাপী আক্তার,আরিফ,শেখ মাসুদ প্রমুখ।ড.ওসমান ফারুক নেতা-কর্মীদের নিয়ে ভালুকা বাজারের বিভিন্ন দোকান পাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে প্রচারনা করেন।পরে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় অপর কার্যালয়ের সম্মুখে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকদের ব্রিফকালে দলীয় প্রার্থী বিজয়ে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান এবং সরকারের সকল ষড়যন্ত্র ভেদ করে প্রার্থীর বিজয় নিশ্চিত করার পরামর্শ দেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মহাসচিব ও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম,আনোয়ার উদ্দিন আহম্মেদ,সালাউদ্দিন আহম্মেদ,মজিবর রহমান মজু,গোলজার হোসেন,আজমল হোসেন ফারুক,ক্কারী এমএ হামিদ,মীর তোফাজ্জল হোসেন জজ মিয়া,নাসির উদ্দিন সরকার,আবুল কালাম আজাদ,ছারোয়ার জাহান এমরান,নুরুল হক মন্ডল,মিজানুর রহমান,রুহুল আমীন রুহুল,মনিরুজ্জামান মনির,জাহাঙ্গীর মোঃ আদেল,রাশিদা খাতুন,সৌমিক হাসান সোহাগ,কায়সার আহম্মেদ কাজল,নাজমুল আলম বাদল,মাহিদুর রহমান ধনু,মাহমুদা আক্তার,মোবারক,জলিল মাষ্টার,শাহিন,আতিক,সজিব,রহিমা খাতুন,ফরহাদুল আলম রতন প্রমুখ।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com