ঢাকাশনিবার , ২৬ ডিসেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ধানের শীষের পক্ষে পৃথক গনসংযোগ

গৌরীপুর নিউজ
ডিসেম্বর ২৬, ২০১৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

18563....... মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ থেকে ঃ গত দু’দিন (শনি ও শুক্রবার) ভালুকা পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে দলীয় নেতা-কর্মী নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারনার অংশ হিসেবে গনসংযোগ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য এবং উপজেলা বিএনপি’র সভাপতি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মহাসচিব এবং জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ।দু’দিনে পৌর সদরের ভান্ডাব,ভালুকা বাজার,গ্যাস অফিস,ফায়ার সার্ভিস,আলিয়া মাদ্রাসা.মেজর ভিটা মোড়,তোতা খাঁর ভিটা এলাকায় গনসংযোগ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু।এ সময় তাঁর সঙ্গে ছিলেন,গিয়াস উদ্দিন আহম্মেদ,শাখাওয়াত পাঠান,ফরিদ উদ্দিন সরকার,তারেক উল্লাহ চৌধুরী,আঃ রহিম,আতিকুল ইসলাম,আবুল বাশার বেপারী,ছাইফুল ইসলাম খান,শহিদুল্লাহ মন্ডল,আতিকউল্লাহ পাঠান ধনু,হাছান আলী,তাজমুল হক, মাসুদরানা,আরিফ,মাহমুদুল হাসান বাবু প্রমুখ।অপর দিকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মহাসচিব ও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম কাঠালী,বাঘড়া পাড়া,কানা মার্কেট,ভালুকা পাড়া,কেএন্ড কে মোড়,সিএনজি মোড়,ব্রিজ এলাকায় গনসংযোগ করেন।এ সময় তাঁর সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন,আনোয়ার উদ্দিন,সালাউদ্দিন আহম্মেদ,মজিবর রহমান মজু,গোলজার হোসেন,ক্কারী এমএ হামিদ,আজমল হোসেন ফারুক,মীর তোফাজ্জল হোসেন জজ মিয়া,নাসির উদ্দিন সরকার,আবুল কালাম আজাদ,নুরুল হক মন্ডল,রুহুল আমীন রুহুল,মনিরুজ্জামান মনির,জাহাঙ্গীর মোঃ আদেল,আলহাজ্ব এসফাকুর রহমান সিদ্দিকী,কায়সার আহম্মেদ কাজল,সৌমিক হাসান সোহাগ,রাশিদা খাতুন,মাহিদুর রহমান ধনু,সজিব,রতন প্রমুখ।এ ছাড়াও জেলা মহিলা দলের সাধারন সম্পাদক হুসনা আক্তার মহিলা দলের নেতা-কর্মীদের নিয়ে পৃথক গনসংযোগে অংশ নেন।বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাতেম আলী খাও অলি গলি ঘুরে তাঁর প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করে যাচ্ছেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com