গৌরীপুর নিউজঃ ময়মনসিংহ-গৌরীপুর রেলপথের বিসকা রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে গৌরীপুর উপজেলা পর্যটন লীগের সহ-সভাপতি সুজিত চন্দ্র পন্ডিত (৩৫) মারা গেছেন। তিনি পৌরসভার উত্তর বাজারের গণেশচন্দ্র পন্ডিতের ছেলে।
গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন পাল জানান, ধারণা করা হচ্ছে অধিক মদ্যপান করে রেললাইনে ওপর পড়ে থাকায় তিনি ট্রেনের নীচে কাটা পড়েন।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com