ময়মনসিংহশুক্রবার , ১ জানুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন

গৌরীপুর নিউজ
জানুয়ারি ১, ২০১৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

createthumb.ashx ৭০৭ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সরকারি ৯২টি, নবসরকারি ৭৮টি, কমিউনিটি বিদ্যালয় ৩টি, কিন্ডার গার্টেন ২০টি বিদ্যালয়ের ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২৮৬ জন শিক্ষার্থী।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, ২০১৫ সালে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষার্থী ছিল ৭৭৮৫ জন। পরীক্ষায় অংশ গ্রহন করে ৭৩৪৫ জন শিক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে ৭২০০ জন। জিপিএ-৫ পেয়েছে বালক-১৩৮ জন ও বালিকা ১৪২ জন। উপজেলা সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬জন, ২য় স্থানে কলতাপাড়ার রৌজ বিদ্যা নিকেতন ৩৩টি আর ৩য় স্থান হয়েছে জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭জন।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com