ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, বার্ষিক প্রকাশনা ‘প্রয়াস’ এর মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবনির্বাচিত কমিটির পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর করা হয়। বিকাল ৩টায় শোভাযাত্রা উদ্বোধন করেন নবনির্বাচিত পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচএম খায়রুল বাসারের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আখতার মোর্শেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সরকার, এম শাহজাহান, বাংলা মঞ্চের আহ্বায়ক হান্নান কল্লোল, ছড়াকার আজম জহিরুল ইসলাম, নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক ম. নূরুল ইসলাম, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহাম্মেদ, কমল সরকার, মোঃ রইছ উদ্দিন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, আলী হায়দার রবিন, আবু কাউছার চৌধুরী রন্টি, শামীম খান, শেখ মোঃ বিপ্লব প্রমুখ। ১৯৮১ সনের এই দিনে গঠিত হয় গৌরীপুর প্রেসক্লাব।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com