
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে হানিফ বক্তব্য দেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, গত ৫ জানুয়ারি বিএনপি ভেবেছিল ষড়যন্ত্র, নৈরাজ্য করে ক্ষমতায় আসবে। এবার ওই রকম স্বপ্ন হয়তো তাদের নেই। কারণ ইতিমধ্যে সেই স্বপ্ন পূরণের ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। তবু তারা ভাবছেন ৫ জানুয়ারি কোনো একটা কর্মসূচির নাম করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায় কি না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মাহবুব উল আলম হানিফ বলেন, তথাকথিত কর্মসূচির নামে আপনি যদি আবার ৫ জানুয়ারি নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার স্বপ্ন দেখেন, তাহলে বাংলার জনগণ আগে যেভাবে আপনার স্বপ্নকে গুঁড়িয়ে দিয়েছে, ভবিষ্যতেও আপনাকে সেভাবে সমুচিত শিক্ষা দিয়ে দেবে। কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ বাংলার জনগণ আপনাকে দেবে না। এটা মাথায় রেখে কর্মসূচি দেবেন।
পৌরসভা নির্বাচনের মাধ্যমে বিএনপির অবস্থান পরিষ্কার হয়ে গেছে দাবি করে হানিফ বলেন, আগামীতে যত ভোট আসবে—খালেদা জিয়া আপনার পরাজয় হতেই থাকবে। আপনার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এই বাংলাদেশের মানুষ আর কখনো পূরণ করবে না।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com